-: بسم الله الرحمن الرحيم :-
আস সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ!
সমস্ত প্রশংসা আল্লাহ তা’আলার উপর, যিনি মানব জাতিকে স্বীয় অনুগ্রহে দান করেছেন এমন এক নিয়ামত যার দ্বারা মনের ভাব প্রকাশ করে লেখা এবং বলার মাধ্যমে। দুরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সেরা মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, তাঁর পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের উপর।
সুপ্রিয় বৃন্দ! আমাদের ওয়েবসাইট bangla-typography.com তৈরি করা হয়েছে নিত্যনতুন বাংলা ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি, লেটারিং, এম্বিগ্রাম ডিজাইন সম্পর্কে ধারণা দেওয়া এবং ডিজাইন শিখনোর উদ্দেশ্য। এই লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষে আমাদের টিম সর্বদাই আপনাদের পাশে রয়েছে।
আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সমূহ:
১/ নতুন নতুন ফোন তৈরির কলা-কৌশল শিক্ষা দেওয়া ।
২/ আমাদের তৈরিকৃত ফন্ট বিতরণ।
৩/ ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শিক্ষাদান।
পরিশেষে, আপনাদের দোয়া এবং সুপরামর্শ কামনা করছি। যাতে, আল্লাহ তা'আলা আমাদের লক্ষ্য উদ্দেশ্য পৌঁছার তৌফিক দান করেন এবং এর দ্বারা যেন দেশ ও জাতি বিশেষ করে, বাংলা ক্যালিগ্রাফার এবং টাইপোগ্রাফারগণ উপকৃত হতে পারেন।
والسلام