নতুন একটি বাংলা টাইপোগ্রাফি ডিজাইন নিয়ে হাজির হলাম। আপনাদেরকে ফন্টের মাধ্যমে বাংলা টাইপোগ্রাফি ডিজাইন শিখানোর জন্য ভিডিওটি তৈরি করেছি। উক্ত টাইপোগ্রাফি গোধুলি রেগুলার ফন্ট দিয়ে তৈরি করা হয়েছে। রেগুলার ছাড়াও গোধুলি ব্রাশ ও গোধুলি কালার ব্রাশ নামে আরও দুটি ভার্সন রয়েছে। আমি টাইপোগ্রাফিটি এAdobe Illustrator দিয়ে ডিজাইন করেছি। আপনি যদি মোবাইলে টাইপোগ্রাফি ডিজাইন করতে অভ্যস্ত হয়ে থাকেন। তাহলে, pixellab ব্যবহার করে গ্রাফিক ডিজাইন করতে পারেন।
How to Create Bangla Typography using Font in Illustrator | ফন্ট দিয়ে বাংলা টাইপোগ্রাফি ডিজাইন করুন | Bangla-Typography
byMustafa Saeed Mustaqim
-
0