বাংলা ফন্ট ডিজাইন এর কাজটি বেশ সহজ। তবে, এ বিষয়ে সঠিক দিকনির্দেশনা না পাওয়ার কারণে অনেকেই পিছপা হয়ে পড়েন। বাংলা ফন্ট ডিজাইনে আপনাদেরকে পারদর্শী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমি আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা কাজ করে যাচ্ছি। তাই নানাবিধ ব্যস্ত থাকা সত্ত্বেও বাংলা ফন্ট ডিজাইন সম্পর্কে বিষয়ে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদেরকে স্বাগতম।
বাংলা ফন্ট ডিজাইন নিয়ে ইতিপূর্বে আরো ৩ টি ভিডিও আপলোড করেছি। সেখানে বাংলা ফন্ট ডিজাইন এর পূর্ব প্রস্তুতি, ‘অ’ থেকে ‘ঐ’ এবং ‘ক’ থেকে ‘ঞ” পর্যন্ত বর্ণগুলো ডিজাইন করে দেখানো হয়েছে। এ পর্বে ‘ট’ থেকে ‘ন’ পর্যন্ত মোট ১০ টি বড় করে দেখানো হবে প্রথম পর্ব দেখি না থাকলে নিচের লিংক দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারেন।
আমি আপনাদেরকে কেবল পেন টুলের সাহায্যে ফন্ট ডিজাইন করে দেখাচ্ছি। ভবিষ্যতে ব্রাশ টুল দিয়ে ফন্ট ডিজাইনের জন্য আলাদা সিরিজ তৈরি করবো। ‘ট’ থেকে ‘ন’ পর্যন্ত বর্ণগুলোর ডিজাইন শিখতে ভিডিওটি ভালো করে দেখুন।
বি:দ্র: ভিডিওতে দেখানো ডিজাইন গুলো হুবহু বা আংশিক কপি করে বোর্ড তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো।