আধুনিক বাংলা ফন্টের চাহিদা পূরণে লিপিঘর বহুদিন ধরে কাজ করে যাচ্ছে। অভিজ্ঞ চোখ, উচ্চ দক্ষতা সম্পন্ন ডিজাইনারদের ধারা ফন্ট ডিজাইন এবং ডেভেলপের কাজটি সুনাম ও সুখ্যাতির সাথে তারা করে যাচ্ছে। অনলাইন ভিত্তিক সাইটটি নতুন নতুন ফন্ট বিতরণের মাধ্যমে গ্রাহকদের চাহিদা পূরণ করে আসছে। এ ক্ষেত্রে তারা ফন্টগুলো প্রিমিয়াম এবং ফ্রি উভয় ভাবে বিতরণ করে থাকে। দৃষ্টিনন্দন ও আধুনিক ফন্ট বিতরণের মাধ্যমে সাইটটি সমসাময়িক অন্যান্য সাইট গুলো থেকে অনেক ধাপ এগিয়ে রয়েছে।
এর ধারাবাহিকতায় ২০২১ সালের জানুয়ারিতে রাহুল নামে তারা নতুন আরেকটি প্রিমিয়াম ফন্ট প্রকাশিত করে। ফন্টটিতে মাত্রলতাসহ নতুন আরেকটি ফিচার যুক্ত করা হয়েছে। সেটি হল ফন্টটিতে ট, ন, ণ, ঢ বর্ণগুলো একাধিক পদ্ধতিতে লেখা যাবে। এর আগে এ ফিচারটি তারা সিরাজী শেখ নামক ফন্টে ি এবং ী এর ক্ষেত্রে ব্যবহার করেছে।
আজকে আমি আপনাদের দেখাবো: কিভাবে এডোবি ইলাস্ট্রেটরে এ উল্লেখিত বর্ণগুলো একাধিক পদ্ধতিতে লিখবেন। এ নিয়ে বিস্তারিত বিবরণ ভিডিওতে দেওয়া আছে। ভিডিওটি ভালো করে দেখুন। আশা করি উপকৃত হতে পারবেন।