২০২০ সালে বাংলা ফন্টের অগ্রগতি বহুগুণ বৃদ্ধি পায়। এ সালটি ছিল পূর্বের তুলনায় আধুনিক, নিত্য নতুন ও সেরা বাংলা ফন্ট কে ঘিরে। কোভিট-১৯ মহামারীর কারণে বিশ্ব যখন নিস্তব্ধ, তখন যুগান্তকারী চমক ছিল এনেছিল বাংলা ফন্ট গুলো। ২০২০ সালের তৈরিকৃত ফন্ট গুলোর অধিকাংশই টাইপোগ্রাফি ডিজাইনের জন্য উপযোগী। নিত্য নতুন ও আধুনিক ফন্টের কারনে গ্রাফিক ডিজাইনেও অনেকটা পরিবর্তন আসে।
২০২০ সালের সেরা ফন্টের তালিকা:
- শরীফ চারুতা (pre)
- শরীফ জেসমিন (pre)
- খালিদ মিয়ারহাট (pre)
- খালিদ কালকিনি (pre)
- খালিদ মেঠোপথ (pre)
- হাসান রংধনু
- সুহৃদ শারদীয়া (pre)
- শরীফ বৈশাখী
- শামীম শরীফ (pre)
- আজাদ ফেনী (pre)
- সিরাজী শেখ
- ক্যামেলিয়া (pre)
- শরীফ প্রেয়াসী (pre)
- শামীম নূর
- শামীম ইশিতা
- রাসেল প্রভাতী
*উপরে যে সকল ফন্টগুলো কে সেরা ফন্টের তালিকায় আনা হয়েছে, সেগুলো আমার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে।
লেখক:~
মুস্তফা সাঈদ মুস্তাক্বীম
এডমিন: Bangla-Typography.Com