আজকে আলোচনা করব: কিভাবে ফন্টের দ্বারা বাংলা টাইপোগ্রাফি ডিজাইন করবেন। শুধু ব্রাশ টুল ব্যবহার করেই নয় বরং দিয়ে সুন্দর সুন্দর বাংলা টাইপোগ্রাফি ডিজাইন করা যায়। মূলত টাইপোগ্রাফি বলতে আমরা যা বুধি, তা হল: “টাইপ করে করে যেই গ্রাফিক্যাল কিছু বানানো হয় সেটাকেই মূলত টাইপোগ্রাফি বলে”।
সুতরাং, উপরে বর্ণিত নিয়মে একটি বাক্য, কবিতা, ছন্দ বা উক্তিকে টাইপোগ্রাফিতে রূপান্তরিত করতে পারেন। প্রশ্ন করতে পারেন: টাইপোগ্রাফির জন্য কোন ফন্ট ব্যবহার করব। ইতিপূর্বে “২০২০ সালের সেরা ফন্ট” শিরোনামে একটি আর্টিকেল প্রকাশ করেছি। সেখানে কিছু ফন্টের নাম উল্লেখ করেছি। সেই আর্টিকেলটি পড়তে পারেন। টাইপোগ্রাফি ডিজাইনের জন্য উপযোগী কিছু ফন্টের নাম দেওয়া হল:
- শরীফ জেসমিন (pre) → সকল টাইপোগ্রাফি দেখুন
- শরীফ চারুতা (pre) → সকল টাইপোগ্রাফি দেখুন
- কামেলিয়া এস_এ (pre) → সকল টাইপোগ্রাফি দেখুন
- খালিদ কালকিনি (pre) → সকল টাইপোগ্রাফি দেখুন
- খালিদ মিয়ারহাট (pre) → সকল টাইপোগ্রাফি দেখুন
- শরীফ বঙ্গবন্ধু → সকল টাইপোগ্রাফি দেখুন
- আজাদ ফেনী (pre) → সকল টাইপোগ্রাফি দেখুন
- চারুকলা → সকল টাইপোগ্রাফি দেখুন
- জান্নাত → সকল টাইপোগ্রাফি দেখুন
- সবুজ নলুয়া → সকল টাইপোগ্রাফি দেখুন
- নিলাদ্রী মৈত্রী → সকল টাইপোগ্রাফি দেখুন
- শরীফ সুবর্ণ → সকল টাইপোগ্রাফি দেখুন
- শামীম নূর → সকল টাইপোগ্রাফি দেখুন
- শামীম চলন্তিকা → সকল টাইপোগ্রাফি দেখুন
- শরীফ আদর → সকল টাইপোগ্রাফি দেখুন
উপরে উল্লেখিত ফন্টগুলো লিপিঘর, ফন্টবিডি, অক্ষর৫২ তে পাবেন। সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া আরো কিছু ফন্ট আছে। যেগুলো ওয়েবসাইটে পাবেন না। বরং ব্যক্তিগতভাবে যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারেন। যেমন: সুহৃদ শারদীয়া, কবিগুরু।
লেখক:~
মুস্তফা সাঈদ মুস্তাক্বীম
এডমিন: Bangla-Typography.Com