বাংলা ফন্ট ডিজাইনের ধারাবাহিক সিরিজের ৩য় পর্বে আপনাকে স্বাগমত। আমজে আমরা নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। এর দ্বারা যদি সামান্যও উপকৃত হতে পারেন, তাহলে এটিই হবে আমাদের সফতলা এবং এটিই আমাদেরকে আগামী দিন গুলোতে পথ চলতে সহায়ক হবে। আমি এর দ্বারা আপনাদের কাছ থেকে কোন অর্থ চাই না। আমি চাই, আপনারা নিজেরা ফন্ট ডিজাইন শিখুন এবং অন্যদেরকেও শিখান। ১ম পর্বে আমরা ফন্ট ডিজাইনের পূর্ব প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। ২য় পর্বে “অ” থেকে “ঐ” পর্যন্ত প্রতিটি অক্ষর কিভাবে ডিজাইন করতেন। তা দেখিয়েছি। এ পর্বে “ক” থেকে “ঞ” পর্যন্ত অক্ষরগুলো ডিজাইন করে দেখানো হবে। সুতরাং ভিডিওটি ভালো করে দেখুন।
১ম পর্ব দেখতে এখানে ক্লিক করুন
২য় পর্ব দেখতে এখানে ক্লিক করুন