ক্যালিগ্রাফির ইতিহাস বহু পুরনো। প্রাচীনকালে এ শিল্পের বিকাশ ঘটে।বর্তমানেও এটির চর্চা করা হয়। বইয়ের প্রচ্ছদ, টি-শার্টসহ নানা কাজে ক্যালিগ্রাফির ব্যবহার পরিলক্ষিত। আমরা আজকে আলোচনা করবো Adobe Illustrator এ ক্যালিগ্রাফি ব্রাশ তৈরি সম্পর্কে। ইুতপূর্বে কাস্টম ব্রাশ তৈরি সম্পর্কে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। নিচে সেই আর্টিকেলের লিংক আছে। সে আর্টিকেলটি পড়তে পারেন।
Adobe Illustrator এ ক্যালিগ্রাফি ব্রাশ তৈরির জন্য Brushes অপশনে ক্লিক করুন। এরপর New Brush অপশনে ক্লিক করুন। New Brush নামক অপশনটি ওপেন হলে Calligraphic Brush অপশনটি সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করুন। এবার আপনি আপনার মন মত ক্যালিগ্রাফি ব্রাশ সেটিং করে নিন। আপনার মন মত সেটিং করার পর Ok বাটনে ক্লিক করুন।ব্যাস... হয়ে গেল। এবার আপনার ইচ্ছামত আরবি বাংলা ক্যালিগ্রাফি টাইপোগ্রাফি এবং লেটারিং ডিজাইন করুন।
এই ব্রাশ দিয়ে তৈরি করার ডিজাইন টি মূলত Stroke এর উপর তৈরি হবে। সুতরাং ডিজাইনটিকে Path এ রূপান্তরিত করতে চাইলে Object থেকে Expand অপশনে ক্লিক করে Ok করে দিন। তাহলে সেটি Path আকারে রূপান্তরিত হয়ে যাবে।