ডিজাইন: তোমার শহর তোমার মত
ধরন: বাংলা টাইপোগ্রাফি
সফটওয়্যার: Adobe Illustrator
ব্যবহৃত টুল: ব্রাশ টুল
তোমার শহর তোমার মতো লোকালয়ে ভরা, আমার শহর আমার মতো নিস্তব্ধ ঘেরা - ব্যর্থ প্রেমিকের হৃদয় বিদারিত স্মৃতি বারবার তার হৃদয়ে করতে করাঘাত থাকে। একটি বারের জন্য তাকে পাবার আশায় উদাসীন মন তাকে ঘিরে তৈরি করে শত বাহানা, কল্পনা। কিন্তু, সে তো আজ পর হয়ে গেছে। নতুন শহরে নতুন লোকালয়ে তার বাস। অচেনা সব কিছুই আজ তার আপন। শুধু আমিই তার পর।