ডিজাইন: সংবিধান
ধরন: বাংলা লেটারিং
সফটওয়্যার: Adobe Illustrator
ব্যবহৃত টুল: ব্রাশ টুল
মানবরচিত কুফুরি সংবিধান এর মাধ্যেমে শান্তির স্বপ্ন দেখবেন না। যে সংবিধান মদ,জুয়া আর পতিতাবৃত্তিকে জায়েজ করে,সে সংবিধান অবশ্যই কুফুরী সংবিধান।এ কুফুরি সংবিধানকে কোন মুসলমানই মেনে নিতে পারেনা। মানব রচিত এ সংবিধান রাষ্ট্রে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। এ সংবিধান ক্ষমতাসিনদেরকে স্বৈরাচারী,দূর্নীতিবাজ ও ইসলামদ্রোহীতে পরিণত করে। আমাদের সংগ্রাম কুফুরী সংবিধানের বিরুদ্বে।
@আমরা চাই নব্বই ভাগ মুসলমানের দেশে কালিমার পতাকা উড়বে,কোরআন-সুন্নাহ এর আলোকে শাসনব্যবস্থা কায়েম হবে। তাহলেই দেশে স্থায়ী শান্তি ও মানবতার মুক্তি সম্ভব হবে।
Image copyright: Mustafa Saeed Mustaqim