ডিজাইন: নিস্তব্দ কুটির
ধরন: বাংলা টাইপোগ্রাফি
সফটওয়্যার: Adobe Illustrator
ব্যবহৃত টুল: ব্রাশ টুল
নিস্তব্ধ কুটিরে আজও শোনা যায় আমার পদধ্বনি। হয়তবা একটু বেশীই ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু, তোমার থেকে এ বিচ্ছিন্নতা আমার সহ্য করার মত ক্ষমতা ছিল না। তাই, আজও তুমি শুনতে পাবে আমার পদধ্বনি। গিয়ে দেখ, তোমার মনে পড়বে, শত ঘেরা স্মৃতি.....