ডিজাইন: লেনাদেনা
ধরন: বাংলা টাইপোগ্রাফি
সফটওয়্যার: Adobe Illustrator
ব্যবহৃত টুল: ব্রাশ টুল
উক্ত টাইপোগ্রাফিটি ডিজাইন করা হয়েছে Adobe Illustrator এর ব্রাশ টুল দিয়ে। এনিয়ে ইউটুবে অনেক টিউটোরিয়াল আছে। সেগুলো দেখে আপনি সহেজই ব্রাশ টুল দিয়ে টাইপোগ্রাফি ডিজাইন করতে পারবেন।
আমরা নিত্যনতুন বাংলা টাইপোগ্রাফি ডিজাইন আপনাদের শিখানোর জন্য আপলোড করে থাকি। এতোদিন শুধু কিভাবে ফন্ট দিয়ে টাইপোগ্রাফি ডিজাইন করবেন, তা নিয়ে পর্যালোচনা ও বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে ফন্টের পাশা-পাশি ব্রাশ টুল দিয়ে কিভাবে সহজেই টাইপোগ্রাফি ডিজাইন করবেন। তার নিয়েও বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হবে। তাছাড়া, আমাদের সাইটে লেটারিং ডিজাইন কম থাকার কারনে আমরা বাংলা লেটারিং ডিজাইনের দিকে বেশী গুরুত্ব দিচ্ছি।