ডিজাইন: দেখা হবে না
ধরন: বাংলা টাইপোগ্রাফি
সফটওয়্যার: Adobe Illustrator
ব্যবহৃত টুল: ব্রাশ টুল
আমরা নিত্যনতুন বাংলা টাইপোগ্রাফি ডিজাইন আপনাদের শিখানোর জন্য আপলোড করে থাকি। এতোদিন শুধু কিভাবে ফন্ট দিয়ে টাইপোগ্রাফি ডিজাইন করবেন, তা নিয়ে পর্যালোচনা ও বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে ফন্টের পাশা-পাশি ব্রাশ টুল দিয়ে কিভাবে সহজেই টাইপোগ্রাফি ডিজাইন করবেন। তার নিয়েও বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হবে। তাছাড়া, আমাদের সাইটে লেটারিং ডিজাইন কম থাকার কারনে আমরা বাংলা লেটারিং ডিজাইনের দিকে বেশী গুরুত্ব দিচ্ছি।