এই ক্ষণিকের জীবনে কেউ কেউ আসে, আবার চলে যায় না ফেরার পথে। রেখে যায় কিছু স্মৃতি আর কিছু দুঃখ-বেদনা, হাসি-কান্না। সেই স্মৃতিগুলো আগলে রেখে বেঁচে থাকতে চাই চিরকাল...
কেউ কেউ জীবনে আসেই ছেড়ে চলে যাওয়ার জন্য - বাংলা টাইপোগ্রাফি ডিজাইন করা হয়েছে জান্নাত বাংলা ফ্রি ফন্ট দিয়ে। ফন্টটি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এফন্টটি দিয়ে আরো কয়েকটি টাইপোগ্রাফি ডিজাইন করেছি। ফন্টটি পিসি এবং মোবাইলে ব্যবহার করতে পারেন।