কেন আসে মেঘ হৃদয় আকাশে - বাংলা টাইপোগ্রাফি | Bangla Typography in 2020
byMustafa Saeed Mustaqim-0
“কেন আসে মেঘ হৃদয় আকাশে” দুর্দান্ত বাংলা টাইপোগ্রাফিটি ডিজাইন করা হয়েছে শরীফ জেসমিন ফন্ট দিয়ে। এই ফন্টটি বাংলা টাইপোগ্রাফি ডিজাইনে খুব সুনামের সাথে ব্যবহৃত হয়ে আসছে। ফন্টটি বাংলা টাইপোগ্রাফি ডিজাইন সহ বিভিন্ন ডিজাইনে ব্যবহার করা যেতে পারে।