চারিদিকে সবকিছু আধুনিক হওয়ার সাথে সাথে বাংলা টাইপোগ্রাফি ও ফন্টগ্রাফিও আধুৃনিক হয়ে উঠেছে। এখন আর আগের মত কষ্ট করে টাইপোগ্রাফি ডিজাইন করতে হয় না। আপনার কাছে মোবাইল বা কম্পিউটার, যেটাই থাকুক না কেন। খুব সহজেই সুন্দর সুন্দর বাংলা টাইপোগ্রাফি ডিজাইন মূহুর্তের ভেতর করে ফেলতে পারেন।
এজন্য আপনাদের প্রয়োজন হবে একটা ভালো Background image ও টাইপোগ্রাফি বাংলা ফন্ট। Background image আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারেন। আমি আমার সকল Background image গুগল থেকেই ডাউনলোড করি। আর ফন্টের ক্ষেত্রে আপনি লিপিঘর, অক্ষর৫২ থেকে টাইপোগ্রাফির জন্য বহুল ব্যবহৃত ফন্টগুলো ডাউনলোড করতে পারেন।
বি:দ্র: এই লেখাটিতে শরীফ চারুতা ফন্ট ব্যবহার করা হয়েছে।