“দূরে থাকলেও তুমি ভালো থেকে” টাইপোগ্রাফি ডিজাইনটি শরীফ চরুতা ফন্ট দিয়ে ডিজাইন করা হয়েছে। এই ফন্টটি লিপিঘর থেকে ডাউনলোড করতে পারেন। এই ফন্টটি দিয়ে চমৎকার সব বাংলা টাইপোগ্রাফি ডিজাইন, লেটারিং সহ অন্যান্য গ্রাফিক্স কাজে ব্যবহার করা হয়।
এই ফন্টটি দিয়ে আপনি আপনার মন মত টাইপোগ্রাফি ডিজাইন করতে পারেন। বলে রাখা ভালো, বর্তমাানে ফন্ট দিয়ে টাইপোগ্রাফি ডিজাইননের চাহিদা বেশ পরিলক্ষিত হচ্ছে।