বর্তমানে ফন্ট দিয়ে বাংলা টাইপোগ্রাফির ডিজাইন আগের চেয়ে অনেক গুন বেশী বৃদ্ধি পেয়েছে। আগের মত এখন আর কষ্ট করে টাইপোগ্রাফি ডিজাইন করতে হয় না। বরং, বিভিন্ন ফন্ট ব্যবহার করেই বাংলা টাইপোগ্রাফি ডিজাইন করা যায়।
বাংলা টাইপোগ্রাফি ডিজাইন নিয়ে আমি ইতিপূর্বেও আরো অনেকগুলো পোষ্ট আপলোড করেছি। আজকের নতুন একটি বাংলা টাইপোগ্রাফি ডিজাইন নিয়ে হাজির হলাম। আমি কেবল আপনাদেরকে নতুন নতুন টাইপোগ্রাফি ডিজাইন সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই ডিজাইন গুলো করে থাকি। আপনারা যদি এরদ্বারা সামান্যও উপকৃত হন, তাহলেই আমি নিজেকে সফল মনে করবো। টাইপোগ্রাফিটি “জান্নত” ফন্ট দিয়ে ডিজাইন করা হয়েছে।